১৭ এপ্রিল, ২০২১ ১২:৪৯

ভারতে করোনায় মৃতদের চিতার সারির ভিডিও ভাইরাল!

অনলাইন ডেস্ক

ভারতে করোনায় মৃতদের চিতার সারির ভিডিও ভাইরাল!

সারি সারি জ্বলছে চিতা। সেই চিতার ধোঁয়া ঘন হয়ে কুণ্ডলী পাকাচ্ছে আকাশে। ভারতের উত্তরপ্রদেশে করোনা আক্রান্তদের মৃত্যুমিছিলের ‘জ্বলন্ত’ ছবি ফুটে উঠেছে এমনই এক ভাইরাল ভিডিওতে।

গত কয়েকদিন ধরেই হু হু করে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। সেই সঙ্গে বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা। অভিযোগ উঠেছে, সরকার যা বলছে তার সঙ্গে মিলছে না বাস্তব পরিস্থিতি। সেই দাবিরই সপক্ষে যেন এক প্রকট উদাহরণ হয়ে উঠেছে লখনউয়ের ওই ভিডিও। এবার সমস্ত অভিযোগকে এড়িয়ে চলতে নয়া পদক্ষেপ করল রাজ্য সরকার। শ্মশানের চারপাশ ঢেকে দেওয়ার সিদ্ধান্ত হল নীল টিন দিয়ে। সেই সঙ্গে লিখে দেওয়া হল এখানে যে কেউ প্রবেশ করতে পারবেন না। কেননা এটা করোনা আক্রান্তদের এলাকা।

এমন পদক্ষেপের নিন্দায় সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি টুইট করে লিখেছেন, “উত্তরপ্রদেশ সরকারকে একটা অনুরোধ। সময়, লোকবল, শক্তিক্ষয় করে এভাবে এই ট্র্যাজেডিকে লুকোতে চাওয়া নিরর্থক। মহামারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুন। সংক্রমণ রুখে প্রাণ বাঁচানোর চেষ্টা করুন। এটাই সময়ের দাবি।”

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর