কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় (সোমবার রাত ৭টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৬ জন। এছাড়া নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৩ জন, করিমগঞ্জে একজন, তাড়াইলে একজন, পাকুন্দিয়ায় একজন, কটিয়াদীতে তিনজন, কুলিয়ারচরে একজন, ভৈরবে চারজন, নিকলীতে একজন, বাজিতপুরে সাতজন ও ইটনায় তিনজন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন দুজন এবং এ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন ছয়জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন।
গত ২৪, ২৫ ও ২৬ এপ্রিল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব থেকে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরি রোগীসহ) ১৮৮ জনের নমুনা সংগ্রহ করে ৩১ জনের পজিটিভ পাওয়া গেছে। গত ২৫ এপ্রিল বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৮৯ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ২৫ এপ্রিল কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের টেস্টে তিনজনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ জন। করোনা থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৩১ জন সুস্থ হয়েছেন। ভৈরবের ৫৭ বছর বয়সী একজন পুরুষ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ১২টায় মৃত্যুবরণ করেন।
বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭৮ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৮৩ জন, হোসেনপুরে ১১ জন, করিমগঞ্জে আটজন, তাড়াইলে ছয়জন, পাকুন্দিয়ায় ২৮ জন, কটিয়াদীতে ২৭ জন, কুলিয়ারচরে ১৩ জন, ভৈরবে ৫৩ জন, নিকলীতে ছয়জন, বাজিতপুরে ২৬ জন, ইটনায় পাঁচজন, মিঠামইনে আটজন ও অষ্টগ্রামে চারজন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে/আইসোলেশনে রয়েছেন ৩৫১ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ২৭ জন।
গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন ১৩২ জন। ৭ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ২৭ হাজার ২৮৭ জন। গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ হাজার ২১৬ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩২ হাজার ৪৬২ জন। উল্লেখ্য, ২৫ এপ্রিল থেকে প্রথম ডোজ টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই