কোভ্যাক্সের করোনাভাইরাসের ১২ লাখ ডোজের টিকার প্রথম চালান গতকাল শনিবার পাকিস্তানে পৌঁছেছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম চালানে পাকিস্তানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ১২ লাখ ডোজ করোনার টিকা পাঠিয়েছে কোভ্যাক্স।
কোভ্যাক্স কর্মসূচির আওতায় প্রতিটা দেশকে এ বছরের শেষ নাগাদ মোট জনসংখ্যার অন্তত ২০ শতাংশ টিকার সরবরাহ করার কথা। তবে করোনার টিকার ঘাটতি চলমান মহামারি মোকাবিলায় বৈশ্বিক এ উদ্যোগ চ্যালেঞ্জের মুখে পড়েছে।
প্রসঙ্গত, করোনা মহামারি প্রতিরোধে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের টিকা সুষ্ঠু ও সমহারে বণ্টনের জন্য গত বছরের মাঝামাঝি কোভ্যাক্স কর্মসূচি শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি ও ইউনিসেফ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির