চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৪৫জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রবিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৬৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এতে ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ৪৩জন এবং শিবগঞ্জে ২জন রয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ