করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে আলোচনা সহজ করার জন্য গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের নতুন ধরনগুলোর গ্রিক বর্ণমালানুযায়ী নামকরণ করেছে।
গ্রিক বর্ণমালায় হরফ আছে ২৪টি। যদি ভাইরাসের ২৪টির বেশি ধরন শনাক্ত হয় এবং ব্যবহারের জন্য আর কোনো গ্রিক হরফ না থাকে তখন নামকরণের নতুন পদ্ধতি ঘোষণা করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে নতুন নামের পূর্ণ তালিকা দেওয়া হয়েছে। যেখানে ‘ভ্যারিয়েন্টস অব কনসার্ন’ এবং ‘ভ্যারিয়েন্টস অব ইন্টারেস্ট’ এই দুটো ক্ষেত্রেই গ্রিক হরফ ব্যবহার করা হয়েছে।
নতুন নামকরণ পদ্ধতি ঘোষণার পর ডব্লিউএইচওর কারিগরি কমিটির প্রধান মারিয়া ফন কারখোভ এক টুইটে লিখেছেন, ‘ভাইরাসের বিদ্যমান বৈজ্ঞানিক নাম ঠিকই থাকবে। পাশাপাশি গ্রিক বর্ণমালাগুলো থেকে দেওয়া নতুন নাম ব্যবহার করা হবে আলোচনার সুবিধার জন্য। নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করা বা সে কথা জানানোর জন্য কোনো দেশকে কালিমা লিপ্ত করা উচিত নয়।’
তিনি আরও বলেছেন, 'কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে কোনো দেশকে দায়ী করা উচিত নয়। ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ধরনটির নাম এখন থেকে হবে ‘ডেলটা’। তবে এর ফলে ধরনটির বৈজ্ঞানিক নামে (বি.১.৬১৭) কোনো পরিবর্তন আসবে না। বিজ্ঞানবিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণায় এটির বৈজ্ঞানিক নামটি ব্যবহৃত হবে।'
এদিকে, ভারতে পাওয়া করোনাভাইরাসের অতি সংক্রামক ধরনটিকে ‘ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট’ বলা নিয়ে এ মাসের শুরুতেই আপত্তি জানিয়েছিল দেশটির সরকার। ইতোমধ্যে যে যে লেখায় বা পোস্টে ‘ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট’ কথাটি থাকবে, সেগুলো বাদ দিতে নয়া দিল্লির পক্ষ থেকে সোশাল মিডিয়া কর্তৃপক্ষগুলোকে বলা হয়েছিল। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন / অন্তরা কবির