জুলাই আন্দোলনে হামলার ঘটনার নয় মাস পর প্রশ্নবিদ্ধ মামলার অভিযোগে বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মারজুক আব্দুল্লাহর পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সংগঠনের জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের বরিশাল জেলা আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ, সদস্য সচিব এসএম ওয়াহিদুর রহমান, মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান এবং মুখপাত্র সুমি হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারজুক আব্দুল্লাহ সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এবং জেলা শাখার সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক তার পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
উল্লেখ্য, গত ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মারজুক আব্দুল্লাহ নিজে বাদী হয়ে ২৪৭ জন নামধারী ও প্রায় ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কিছু নেতাসহ স্থানীয় সাংবাদিক, এমনকি জেলে ও কৃষকদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায়ের দায়িত্বশীলদের অবগত না করে পদ ব্যবহার করে মামলা দায়ের করায় মারজুকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এ ঘটনায় তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সন্তোষজনক জবাব দিতে না পারায় তার পদ স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে মারজুক আব্দুল্লাহর প্রতিক্রিয়া জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/মুসা