মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে দেশে করোনায় প্রাণহানি হলো ১৩ হাজার ৩২ জনের। এ ছাড়া একই সময়ে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ২৪৫৪ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জন।
আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মোট ২,২৮৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।
এর আগে, গতকাল বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয় ৪০ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ২,৫৭৬ জন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ