বগুড়ায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, এর সাথে বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দুই নারীসহ আরও ৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা হলেন বগুড়া সদরের আলহাজ্ব মান্নান (৭০), নওগাঁ জেলার রানীনগর এলাকার কোহিনুর (৪০), জয়পুরহাট জেলার কালাই এলাকার জাহেদা বিবি(৪০), নওগাঁ জেলার আত্রাই এলাকার শেখ তারেক(৬১) এবং নওগাঁর মান্দা এলাকার আসাদুল হক(৬৫)।
এদের মধ্যে মান্নান ও কোহিনুর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, জাহেদা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং তারেক ও আসাদুল টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগের দিন জেলায় করোনায় আরও ৩ জন ব্যক্তি প্রাণ হারান। এই নিয়ে জেলায় গত ৬ দিনে মৃত্যু হলো ২১ জনের।
এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ২১৯ নমুনার ফলাফলে নতুন করে ৮৪ জন করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৮ দশমিক ৩৫শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৯ জন। নতুন আক্রান্ত ৮৪ জনের মধ্যে সদরের ৮০জন, আদমদীঘিতে ২ জন, শিবগঞ্জ ও সোনাতলায় একজন করে আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন। এর আগের দিন জেলায় ৩৪৬ নমুনার ফলাফলে নতুন করে ৭৪ জন আক্রান্ত হয়েছিলেন।
ডা. তুহীন আরও জানান, ২০ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯৫টি নমুনায় ৭৭ জনের পজিটিভ এসেছে। টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪ নমুনায় ৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৯৫৬ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ২১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৫০ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৯৫ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন