মাদারীপুরে শুরু হয়েছে সাতদিনের কঠোর লকডাউন। আজ মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া এই লকডাউন কার্যকর থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।
লকডাউনের প্রভাবে বিভিন্ন হাটবাজারে জনসমাগম তুলনামূলক কম। মাদারীপুর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন যাত্রীবাহি পরিবহন। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেক পোস্ট বসিয়েছে। বন্ধ রয়েছে যাত্রীবাহি বাসসহ সব ধরনের গণপরিবহন।
মাদারীপুর পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল বলেন, ‘বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপুর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে মানুষ অপ্রয়োজনের ঘরের বাইরে না থাকে সেদিকে খেয়াল রেখে পুলিশ কাজ করছে।’
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘কঠোর লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয় মাঠে একাধিক ভ্রামমাণ টিম কাজ করছে। তারা সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করছে। এছাড়াও ক্ষেত্র বিশেষ আইন অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিও দেওয়া হবে।’
মাদারীপুর জেলার সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম জানান, ‘গোপালগঞ্জের কোটালাপাড়া উপজেলায় ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটি সীমান্তবর্তী এলাকা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কাছে। এতে মাদারীপুরে রয়েছে চরম ঝুঁকিতে।'
এছাড়াও গত ২৪ ঘন্টায় ৪৮টি নমুনা পরীক্ষায় ১৮ জন শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ৩৭.৫ শতাংশ। ফলে জেলায় করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে।
প্রসঙ্গত, জেলায় করোনাভাইরাসে এখন পর্যন্ত ২০ হাজার ২শ’ ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২ হাজার ৫শ’ ৩৪ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ২ হাজার ২শ’ ৫৯জন সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ২শ’ ৪৫ জন। এরমধ্যে আইসোলেশনে একজন ও হোম আইসোলেশনে ২শ’ ৪৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এতে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির