নাটোরে নতুন করে আরও ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনায় মারা গেছেন আরও ২ জন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
এদিকে, প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে নাটোর সদর হাসপাতালে। মোট ৫০ শয্যার বিপরীতে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৬১ জন রোগী। জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
এছাড়া করোনার সংক্রমণ কমিয়ে আনতে নাটোর জেলার ৮টি পৌরসভায় আজ থেকে শুরু হয়েছে সাত দিনের বিধিনিষেধ। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। প্রয়োজন ছাড়া শহরে যানবাহন প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই