গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইবাবগঞ্জের ২ জনের মৃত্যু হয়েছে। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। অন্যদিকে আরটিপিসিআর ল্যাব, র্যাপিড এন্টিজেন ও জিন টেস্টে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫৯৫ জনের নমুনা পরীক্ষায় এই ফলাফল আসে। মোট নমুনা পরীক্ষায় গড় শনাক্তের হার ৯.৭৪ শতাংশ।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭৩ জন রোগী চিকিৎসা নিচ্ছে। এছাড়া জেলায় এ পর্যন্ত মোট ৩৯৬৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ২৮৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মারা গেছেন ১৩২ জন।
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। টানা ১৪ দিনের লকডাউন, পরবর্তীতে কঠোর বিধিনিষেধ আরোপের ফলে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানান জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ