সারা দেশের মতো কুমিল্লাতেও বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে জেলায় করোনা শনাক্তের হার ২৫ শতাংশ ছাড়িয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৪১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১০৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ২৫ দশমিক ১ শতাংশ। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৫০ জন।
রবিবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগের দিন শনিবার কুমিল্লা শনাক্তের হার ছিল ১৯.৭ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে জেলার লালমাই উপজেলার ২৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৪৭০ জন।
ডা. মীর মোবারক হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে ৪০ জন, আদর্শ সদরে একজন, সদর দক্ষিণে তিনজন, বুড়িচংয়ে ১০ জন, ব্রাহ্মণপাড়ায় তিনজন, চান্দিনায় ছয়জন, চৌদ্দগ্রামে ছয়জন, দেবিদ্বারে চারজন, দাউদকান্দিতে পাঁচজন, লাকসামে চারজন, লালমাইয়ে দুইজন, নাঙ্গলকোটে দুইজন, বরুড়ায় ছয়জন, মনোহরগঞ্জে একজন, মুরাদনগরে তিনজন, মেঘনায় চারজন, তিতাসে তিনজন ও হোমনার একজন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ জন। এর মধ্যে নগরীর ২১ জন, দেবিদ্বারের পাঁচজন ও নাঙ্গলকোটের ১৪ জন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৬১০ জন।
বিডি প্রতিদিন/এমআই