সীমিত লকডাউনের প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জে পুলিশি তৎপরতা জোড়দার করা হয়েছে। মার্কেটসহ শপিংমল ও দোকানপাট বন্ধ রয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে কাঁচাবাজার খোলা রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে বাজারে মাইকে সার্বক্ষণিক প্রচারণা চালানো হচ্ছে।
যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে রিকশা ছাড়া অন্যান্য যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম চলছে। এদিকে লকডাউনের সুযোগ নিয়ে বাজারে ৩০টাকা কেজির পিয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫টাকা কেজি দরে। এছাড়াও বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে জেলার অসাধু ব্যবসায়ীরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ