ভারতে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪৬ হাজার ১৪৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩ কোটি ২ লাখ ৭৯ হাজার ৩৩১ - এ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার এ তথ্য জানিয়েছে।
ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। ১৩ এপ্রিলের পর এই প্রথমবার দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা এক হাজারের নিচে নামল।
গত সাত দিন ধরে ভারতে করোনা সংক্রমণের হার ৩ শতাংশের নিচে রয়েছে। সঙ্গে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও ধারাবাহিকভাবে কমছে। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ১৩ হাজার কমে ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৯৯৪ জন। রবিবার ১৭ লাখ ২১ হাজার ২৬৮ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা