ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১০৮ জন।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে গতকাল মঙ্গলবার সকালে ৩৪৪ জনের নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ১০৮ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৩৯ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮’শ ৫৮ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে জেলায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে। একদিনে সুস্থ হয়েছেন ৫৬ জন। এর মধ্যে সদর হাসপাতালে ৯ জন, কোটচাঁদপুরে ২ জন ও কালীগঞ্জে মারা গেছে ১ জন।
বর্তমানে হাসপাতালে করোনা ওয়ার্ডে ৮৯ ও আইসোলেশনে ৫৩ জনসহ ভর্তি আছে মোট ১৪২ জন। তবে সদর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আর.এমও ডা. মিথিলা খাতুন।
এদিকে, জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০৮ জন। ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল এসেছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৩৯ ভাগ।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ হাজার ৮’শ ৫৮ জনে। সরকারি হিসাবে, এ পর্যন্ত মৃত্যু ১৪৬ জন। ৬টি উপজেলা সদরে ১০৫,শৈলকূপায় ১৫,কালীগঞ্জে ১০,কোটচাঁদপুরে ৫, হরিনাকুণ্ডুতে ৬ ও মহেশপুরে ৫জন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির