বিশ্বজুড়েই করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ লাখ ৮২ হাজার ৬০৯ জন মানুষের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৯৭ লাখ ৪৫৯ জন মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ১৭ কোটি ৩১ লাখের মতো মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে ওয়ার্ল্ডোমিটারের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে দেশে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন