২৬ জুলাই, ২০২১ ১৪:৫১

রংপুর বিভাগে করোনায় আরও ১৬ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর বিভাগে করোনায় আরও ১৬ জনের প্রাণহানি

রংপুর বিভাগ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে নতুন করে আরও ৬৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত রংপুরে ৭ জন, দিনাজপুরে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটের ১ জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

বিভাগে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮৫৪ জন। এর মধ্যে দিনাজপুরে ২৫৯ জন, রংপুরে ১৮০ জন, ঠাকুরগাঁওয়ে ১৬৩ জন, নীলফামারীতে ৬৪ জন, পঞ্চগড়ে ৫২ জন, লালমনিরহাটে ৫১ জন, কুড়িগ্রামে ৪৬ জন ও গাইবান্ধায় ৩৯ জন মারা যান।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯৬ জন। বিভাগে ২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। 

উল্লেখ্য, বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭৪৪ জনে। আর প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫৪ জন মারা গেছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর