২৭ জুলাই, ২০২১ ০৮:৩১

করোনায় ইবির অধ্যাপকের মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনায় ইবির অধ্যাপকের মৃত্যু

ড. আকরাম হোসাইন মজুমদার

করোনায় মারা গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার। সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন আগেই কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৬ জুলাই তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।  

পরবর্তীকালে তার শারীরিক অবস্থা ক্রমশ আরও খারাপের দিকে যেতে থাকলে রবিবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

ড. আকরাম হোসাইন মজুমদার আইন বিভাগের সভাপতি, আইন অনুষদের ডিন এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছিলেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর