রংপুর বিভাগে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০০ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু কিছুটা কমেছে। দিনাজপুরে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, রংপুরের একজন ও কুড়িগ্রামে একজন করে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১১১ জনে। এর মধ্যে রংপুরে ২৬১ জন, দিনাজপুরে ৩১০ জন, ঠাকুরগাঁওয়ে ২২০ জন, নীলফামারীতে ৭৮ জন, পঞ্চগড়ে ৬৬ জন, কুড়িগ্রামে ৬১ জন, লালমনিরহাটে ৫৮ জন ও গাইবান্ধায় ৫৭ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে ৫২৯ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২০ জন, দিনাজপুরে ৩৪ জন, ঠাকুরগাঁওয়ে ১২ জন, পঞ্চগড়ে ১০ জন, লালমনিরহাটে ৯ জন, গাইবান্ধার ৯ জনসহ কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ৩ জন করে করোনা শনাক্ত হয়েছেন।
এ পর্যন্ত রংপুর বিভাগে মোট ২ লাখ ৩৯ হাজার ৭৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৫০ হাজার ৫৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত রংপুর বিভাগে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫২৮ জন। শনাক্তের হার ১৮ দশমিক ৯০ শতাংশ।
বিডি প্রতিদিন/ফারজানা