মুন্সীগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৮৬ জন, টঙ্গিবাড়ি ২০ জন, সিরাজদিখানে ১১ জন, লৌহজংয়ে ১১ জন, শ্রীনগরে ২৭ জন এবং গজারিয়ায় ৪২ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩১৭ জনে। এর মধ্যে মুন্সীগঞ্জ সদরে মোট ৫৪১৯ জন, টঙ্গিবাড়ি ১০০০ জন, সিরাজদিখানে ১৮০৭ জন, লৌজয়ে ৯৩৪ জন, শ্রীনগরে ১৩৬১ জন এবং গজারিয়ায় ৭৯৬ জন লোক করোনাক্রান্ত হয়েছেন।
জেলায় মোট ৪৩ হাজার ৯৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪১ হাজার ৮৮৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩১৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ১৫৩ জন।
এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে ৬টি উপজেলায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।
বিডি প্রতিদিন/আবু জাফর