আমেরিকার হাসপাতালগুলোতে বর্তমানে ১,৯০০ এর বেশি করোনা আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। এর আগে দেশটিতে এত করোনা আক্রান্ত শিশু একসঙ্গে হাসপাতালে ভর্তি হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ডেল্টা সংস্করণ ছড়িয়ে পড়ায় আক্রান্তের হার দ্রুত বাড়ছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, ১,৯০২ জন করোনা আক্রান্ত শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে যা এক রেকর্ড।
করোনায় নতুন আক্রান্তদের মধ্যে যারা টিকা নেননি তাদের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটির দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলো রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ বছরের কম বয়সি শিশুদের এখনো করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে না। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশুর সংখ্যা ২.৪ শতাংশ। আর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের এক পঞ্চমাংশই ফ্লোরিডা রাজ্যের বাসিন্দা। সেখানে শনিবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৬,১০০ জন। এছাড়া কানেকটিকাট এবং ম্যাসাচুসেটস রাজ্যেও এই ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্লোরিডা এবং অ্যারিজোনা রাজ্যের স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে, যদিও রাজ্য দু'টির রিপাবলিকান গর্ভনররা এ ধরনের সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য ‘সঠিক সিদ্ধান্ত নেয়ায়' স্কুল কর্তৃপক্ষকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের পুনরায় সশরীরে স্কুলে গিয়ে ক্লাস করার নিয়ম চালুর পর থেকেই মাস্ক পরা নিয়ে বিতর্ক চলছে।
সূত্র: ডয়েচে ভেলে ও রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন