কিশোরগঞ্জে মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টা পর্যন্ত নতুন করে আরও ৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ১৯৭ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ১৫৬ জন।
নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩১ জন, হোসেনপুরে ৩ জন, পাকুন্দিয়ায় ২ জন, কটিয়াদীতে ২ জন, কুলিয়ারচরে ২ জন, ভৈরবে ৩৪ জন, নিকলীতে ১ জন, বাজিতপুরে ৪ জন, ইটনায় ২ জন ও অষ্টগ্রামের ১ জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান মঙ্গলবার ১০টার দিকে এসব তথ্য জানিয়েছেন। সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৩ জন। এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ৮২৩ জন সুস্থ হয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত