করোনাভাইরাস মহামারিতে এখনো বিপর্যস্ত অবস্থা জাপানে। সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির রাজধানী টোকিও এবং তার আশপাশের এলাকায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। খবর জাপানি দৈনিক মাইনিচির।
জানা গেছে, বর্তমানে জাপানে করোনার পঞ্চম ঢেউ চলছে। এতে প্রাথমিকভাবে টোকিও এবং তার পার্শ্ববর্তী কানাগাওয়া, সাইতামা ও চিবা প্রদেশে করোনা জরুরি অবস্থার মেয়াদ আরও প্রায় দুই সপ্তাহের জন্য বৃদ্ধির পরিকল্পনা করছে দেশটির সরকার।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১৬ হাজার ৭৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসঙ্গে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে দেশে মৃত্যু দাঁড়িয়েছে ১৬ হাজার ২৪৭ জনে আর শনাক্ত ছাড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজারেরও বেশি।
বিডি-প্রতিদিন/শফিক