মহামারী করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। এমতাবস্থায় উন্নত দেশগুলোতে টিকা কার্যক্রম চলছে দ্রুতগতিতে। ব্রিটেনে এ মাসের শেষের দিকেই ১৮ ঊর্ধ্ব সকলকে টিকা দেওয়া শেষ হবে। এরপরই নাইট ক্লাব ও ইনডোর সব অনুষ্ঠানে দেখাতে হবে করোনা পাসপোর্ট।
বিনোদন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও কিছু জনপ্রতিনিধি এমন উদ্যোগের সমালোচনা করলেও এমন উদ্যোগ থেকে সরে দাঁড়াতে নারাজ দেশটির টিকা মন্ত্রী নাদিম জাহাবি। তিনি বলেন, অর্থনীতিকে পুনরায় সচল করতেই এটা জরুরি।
তিনি আরও বলেন, আমার শিখেছি যে, জনসমাবেশ থেকে বিশেষ করে ইনডোর অনুষ্ঠান থেকে করোনাভাইরাস ছড়ানোর শঙ্কা বেশি থাকে। শিল্পপ্রতিষ্ঠান খোলা রাখার সেরা উপায় করোনা পাসপোর্টের ব্যবস্থা করা, এটা শুধু আমার মতামত নয়, সবার।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা