৪ আগস্ট, ২০২২ ১৩:০০

ভারতে করোনায় বাড়ছে উদ্বেগ, একদিনে আক্রান্ত প্রায় ২০ হাজার

অনলাইন ডেস্ক

ভারতে করোনায় বাড়ছে উদ্বেগ, একদিনে আক্রান্ত প্রায় ২০ হাজার

প্রতীকী ছবি

ভারতে দিন-দুয়েক করোনা ভাইরাসের সংক্রমণ খানিকটা কম থাকার পর দৈনিক আক্রান্ত ফের ২০ হাজারের কাছাকাছি গেছে।  বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৯৩ জন। গতকাল যে সংখ্যাটা নেমে গিয়েছিল ১৮ হাজারের নিচে।

ফলে ভারতের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৩৭ জন। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। ভারতের সক্রিয় রোগী বর্তমানে ১ লাখ ৩৬ হাজার ৪৭৮ জন। গোটা ভারতে অ্যাকটিভ কেসের হার ০.৩১ শতাংশ।

এছাড়া ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৩ জন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। ভারতে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৫৩০।

তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। এখন পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লাখ ২৪ হাজার ২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর