রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় শিল্প মেলা। দেশীয় শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের লক্ষ্যে রবিবার শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
সাত দিনব্যাপী এই মেলায় দেশের স্বনামধন্য রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান রকসি পেইন্টসের সকল পণ্যে চলছে বিশেষ অফার। মেলায় গর্বিত সহযোগী হিসেবে (স্টল নং এ-৫৪) অংশগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও মেলায় দর্শনার্থীদের জন্য সকল পণ্যে দেয়া হয়েছে বিশেষ অফার।
প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. হাবিব উল্লাহ জানান, রকসি পেইন্টস লি. দেশের প্রথম পেইন্টস কোম্পানি হিসেবে ১৯৫৩ সাল থেকে অত্যন্ত সুনামের সঙ্গে ভোক্তার চাহিদা পূরণ করে আসছে। দেশীয় কোম্পানি হয়েও বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে পাল্লা দিয়ে পণ্যের মান ঠিক রেখে রকসি পেইন্টস সব সময় ভোক্তার প্রয়োজনকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে।
দেশীয় শিল্প বাঁচাতে এবং উদ্যোক্তাদের কথা মাথায় রেখে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির এ কর্মকর্তা। এছাড়া দেশীয় ব্যবসাকে আরো বেগবান করতে ব্যাংকগুলো থেকে স্বল্প সুদে বিশেষ ঋণের উপর জোর দেন তিনি। এ ধরনের মেলা দেশীয় শিল্প এবং উদ্যোক্তাদের নিজেদের ব্যবসা ছাড়াও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
রবিবার (৩১ মার্চ) শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলায় কোনো প্রবেশ মূল্য থাকছে না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন