সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে রস্কার প্রদান করেছেন। গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়, মহাখালিতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৪ টি ৪০’’ স্মার্ট টেলিভিশন, ৩টি ডিনারসেট, ৮টি স্মার্টফোনসহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়
অনুষ্ঠানে ডিআইটিএফ সেলফি কন্টেস্ট, ডিআইটিএফ অ্যাপ ডাউনলোড কন্টেস্ট, ডিআইটিএফ স্পিক-ফর-আস কন্টেস্ট, ইজি কুইজ- তৃতীয় পর্ব ও ইজি কুইজ- ৪র্থ পর্ব এর পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিআইটিএফ সেলফি কন্টেস্টের জন্য বিনতি বকতিয়ার, ডিআইটিএফ স্পিক-ফর-আস কন্টেস্টের জন্য জনাব সাইফুল ইসলাম আশিক, ইজি কুইজ- ৪র্থ পর্বের জন্য শেখ হারুন রশিদ প্রথম পুরস্কার হিসাবে ৪০’’ স্মার্ট টেলিভিশন গ্রহণ করেন।
তাছাড়া ইজি কুইজ - ৩য় পর্বের জন্য তামান্না ইসলাম প্রথম পুরস্কার হিসাবে ৩২’’ স্মার্ট টিভি গ্রহণ করেন। পাশাপাশি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ডিনার সেট, স্মার্টফোন সহ আরো অসংখ্য পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ আরো উপস্থিত ছিলেন ডেভিড প্রিফিথস, ডিরেক্টর; মোঃ সাজ্জাদুল করিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; মাহমুদুর রহমান খান, এসইভিপি ও হেড অব রিটেইল; জনাব আজিমুল হক, এসইভিপি ও হেড অব কর্পোরেট; জনাব শামিম আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর