রাজধানীর বনানীতে আগুন দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বহুজাতিক টেলিযোগাযোগ সেবা প্রতিষ্ঠান জেটিই।
বনানীর এফআর টাওয়ারের আগুন দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৭০ জন আহত হবার খবর এসেছে সংবাদ মাধ্যমে।
জেটিই বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এফআর টাওয়ার সংলগ্ন 'আহমেদ টাওয়ারে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ব্যবহার করে সেবাকর্মীরা আক্রান্তকে উদ্ধার করে।
সিসিটিভির ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে ফায়ার সার্ভিস কর্মীরা আটজনকে জেটিই কার্যালয়ের জানালা থেকে গিয়ে জীবিত উদ্ধার করে। জেটিই বাংলাদেশের সকল কর্মকর্তারা আগুনে হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করেন।
সম্প্রতি প্রধান বিপনন কর্মকর্তা লিও ডিং সহ জেটিইর একটি প্রতিনিধিদল ঢাকা মেডিকেলসহ শহরের অন্য হাসপাতালে বনানী আগুনে আহতদের দেখতে যান এবং পরিবারের খোঁজখবর নেন।
প্রতিষ্ঠানটি বলছে বনানীর ঘটনা সকলের জন্য শিক্ষনীয় যাতে দেশে প্রযুক্তিভিত্তিক সমাজ গঠনের সাথে সাথে সকলে নিরাপদ কার্যক্রম পরিচালনা করতে পারে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন