ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও জাগো ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। গত ২৮ এপ্রিল ধনমন্ডিতে ইউল্যাব চ্যান্সেলরিতে এই সমঝোতা চুক্তি হয়।
ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখসান্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় ইউল্যাব উপাচার্য অধ্যাপক ড.এইচ এম জহিরুল হক এবং জাগো ফাউন্ডেশনের প্রোগ্রাম অ্যান্ড অর্গানাইজেশন ডেভেলপমেন্টের উপদেষ্টা তুষার কাদের হক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল