বাংলা সাহিত্যের সমৃদ্ধ সম্ভার নিজেদের প্ল্যাটফর্মে তুলে ধরার সুযোগ কখনোই হেলায় নষ্ট করেনা বাংলায় শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হইচই’। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্য করে কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করতেই নিজেদের পরবর্তী অরিজিনাল নামকরণের ক্ষেত্রে ভরসা খুঁজে পেলো রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি ছোট গল্প ‘মানভঞ্জন’ এর শিরোনামেই।
রবীন্দ্রজয়ন্তী এমন এক সাংস্কৃতিক পার্বন যা সমগ্র বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিরা একযোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপন করে থাকে। এই উৎসবে নিজেদের সামিল করতেই হইচই তাদের পরবর্তী অরিজিনাল মানভঞ্জন এর নামকরণে বেছে নিলো রবিঠাকুরেরই এক অনন্য সৃষ্টিতে। সুপরিচিত পরিচালক অভিজিৎ চৌধুরীর পরিচালনায় নির্মিত এই সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সোহিনী সরকার, অমৃতা চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য।
এই সিরিজের গল্প গড়ে উঠেছে পতিগৃহে রীতিমতো একাকী জীবনযাপন করে চলা গৃহবধূ গিরিবালাকে কেন্দ্র করে। গোপিনাথের সাথে গিরিবালার বিয়ে হবার পর থেকে বেশ কিছুদিন দুজনের মাঝে দারুণ প্রণয় জমে উঠলেও একসময় ফিকে হতে থাকে তাদের ভালবাসা। একসময় গোপিনাথের ভালবাসাবর্জিত মনে স্থানকরে নিতে থাকে উর্বশী নাট্যঅভিনেত্রী লবঙ্গ। গিরিবালার তারুণ্যদীপ্ত রূপ লাবণ্য সবই বিফলে যায় গোপিনাথের মন গৃহমুখী করতে। একসময় গোপিনাথ লবঙ্গের সাথে নতুন করে ঘর বাধবে বলে গিরিবালাকে ফেলে চলে গেলে একসময় হতাশায় গিরিবালাও বেরিয়ে আসে পতিগৃহ ছেড়ে। নতুন করে বাচবে বলেই গিরিবালা নিজেকে পরিণত করে আরো সাহসী, উদ্যমী আর দূর্বার এক নারীশক্তিতে। কি হবে এ পর্যায়ে? যেসবের মোহে গোপিনাথ এক সময় ঘর ছেড়েছিলো সেই একই গুণে গুণান্বিতা স্ত্রীর কাছেই ফিরে আসবে নাকি রয়ে যাবে তার ‘অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো’ জীবনে? কি তা জানাতেই আগামী ৩১ মে থেকে ‘মানভঞ্জন’ দেখতে পাওয়া যাবে ‘হইচই’ প্ল্যাটফর্মে ।
এই অরিজিনাল সিরিজ নিয়ে ‘হইচই’ এর বিজনেস লীড বাংলাদেশ সাকিব আর খান বলেন, “হইচই সবসময়ই চায় বাঙালি সংস্কৃতির সেরা নিদর্শনগুলো তার প্ল্যাটফর্মে তুলে ধরতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম বাঙালি সংস্কৃতির শ্রেষ্ঠত্বের নিদর্শন। তাই বিশ্বকবির এই জন্মবার্ষিকী উপলক্ষে কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনেই আমাদের পরবর্তী অরিজিনাল সিরিজের নামকরণে বেছে নিয়েছি রবি ঠাকুরের এক অনন্য সৃষ্টিকে”।
হইচই প্ল্যাটফর্মে থাকা কন্টেন্টগুলো দেখা যাচ্ছে বাংলাদেশ থেকেও। হইচই সাবস্ক্রাইব এখন স্থানীয় মূদ্রাতেই যেকোন ডিজিটাল ওয়ালেট ক্রেডিট এবং ডেবিট কার্ডসহ বিভিন্ন পেমেন্ট মেথড অনুসরণ করে করা সম্ভব।
আজ থেকে হইচই এবং হইচই এর ইউটিউব চ্যানেলে বিকেল সাড়ে ৫টা থেকে দেখা যাবে ‘মানভঞ্জন’ এর টিজারটি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন