ইশরাক মটরস, এ সি আই মটরস এর ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে ৯ মে যশোরে যাত্রা শুরু করেছে। যশোর-খুলনা রোডের বকচরে অবস্থিত ফোটনের উক্ত শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ থেকে ৩.৫ টনের পিক-আপ সহ অন্যান্য সকল ভারী যান এই শো-রুমে পাওয়া যাবে।
ভিডিও বার্তার মাধ্যমে উক্ত ফোটন শো-রুম উদ্বোধন করেন এ সি আই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। ফোটন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই মটরস এর সেলস ডিরেক্টর আজম আলি, যশোর প্রেস ক্লাব এর সভাপতি জাহিদ হাসান টুকুন, ডিলার অলিয়ার রহমান, এ সি আই মটরস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং গ্রাহক ও শুভার্থীবৃন্দ।
ফোটন বিশ্ব বাজারে ফোটন ৯০ লক্ষ্যের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সকল প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এ সি আই মটরস এই বৎসর গাড়ির বিক্রি শুরু করে।
বিডি প্রতিদিন/ফারজানা