ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, মৌলভীবাজার, ময়মনসিংহের এর পর যশোরে এইচ এম এম রোডে ১০ মে ১৪তম সেলস্ সেন্টারের উদ্বোধন করেছে ভাইব্রেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইব্রেন্টের হেড অব মার্কেটিং শেখ তানভীর তাপস, রিটেইল অপারেশন ম্যানেজার এস এম বেনজির সাকলাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ক্রিয়েটিভ ডিরেক্টর মির্জা মুজাহিদ ও মো. কামরুল ইসলাম, জিএম-মার্কেটিং সাপোর্ট এন্ড পাবলিক রিলেশন্সসহ ইউএস-বাংলা গ্রুপের কর্মকর্তাবৃন্দ।
প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফ স্টাইল সামগ্রী। আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভাইব্রেন্টের সকল আউটলেটে প্রায় ৯০০ ডিজাইনের জুতার কালেকশন রয়েছে।
খুব শীঘ্রই বিভাগীয় শহর রাজশাহীতে ভাইব্রেন্টের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহণ করা হয়। ইতিমধ্যে অনলাইন এর মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভূক্ত হয়েছে।
উদ্বোধনী মূল্যছাড় ২০% এর সুবিধা নিয়ে যশোরে ইউএস-বাংলা ফুটওয়্যার এর অন্যতম ব্র্যান্ড ভাইব্রেন্ট এর শো-রুম স্থাপন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা