আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আনন্দ দ্বিগুণ করতে সারা দেশব্যাপি অবিশ্বাস্য ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ।
উক্ত ক্যাম্পেইনে নির্দিষ্ট মডেলের টেলিভিশন ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২০০,০০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ রাখা হয়েছে। এছাড়া ক্যাম্পেইনের আওতায়, দুটি নির্দিষ্ট মডেলের টিভি ক্রয়ে অতিরিক্ত ৫% ক্যাশব্যাক এবং তিনটি নির্দিষ্ট মডেলের টিভি ক্রয়ে ৮% ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।
নিশ্চিৎ ক্যাশব্যাক ছাড়াও, সর্বোচ্চ ৩৫,০০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করা যাবে টেলিভিশন এক্সচেঞ্জের ক্ষেত্রে। এনইউ৭১০০ ও এনইউ৭৪৭০ মডেলের আল্ট্রা-হাইডেফিনেশন (ইউএইচডি) টিভি ক্রয় করে স্ক্র্যাচ কার্ড ঘষে সর্বোচ্চ ৫০,০০০ টাকা ক্যাশব্যাকেরও সুযোগ পাবেন ক্রেতারা।
উল্লেখ্য, স্যামসাংয়ের প্রতিটি স্মার্ট টিভি ক্রয়ে ভিডিও ষ্ট্রিমিং প্ল্যাটফর্ম আইফ্লিক্স-এর ফ্রি ৬ মাস ভিআইপি সাবস্ক্রিপশন পাবেন ক্রেতারা। এছাড়া ক্রেতারা নির্দিষ্ট মডেলের স্যামসাং টিভি ক্রয় করে আকাশ ডিটিএইচ সেট টপ বক্সে ২০% ডিসকাউন্ট ভাউচার (রেগুলার দামের উপর) পাওয়ার সুযোগ পাবেন।
বিডি-প্রতিদিন/তাফসীর