গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে একটি আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। গ্রাহকরা শাওমির টপসেলিং স্মার্টফোন রেডমি ৭, রেডমি ওয়াই৩ এবং নোট ৭ প্রো কিনে ‘পূজা নোটব্যাক’ অফারটি উপভোগ করতে পারবেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে চালু হওয়া অফারটিতে গ্রাহকরা রেডমি ৭ ও রেডমি ওয়াই৩ এর ৩জিবি+৩২জিবি ভার্সন এবং নোট ৭ প্রো-এর ৬জিবি+৬৪জিবি ভার্সনের ফোনে পাচ্ছেন ফ্ল্যাট ১০০০ টাকা মূল্যছাড়।
পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশজুড়ে শাওমির সকল অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও পার্টনার স্টোর থেকে অফারটি উপভোগ করা যাবে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ