সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসম্পৃক্ততায় এশিয়ার সেরা ক্যান্ডি ব্র্যান্ড'র স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় কনফেকশনারী প্রতিষ্ঠান প্রাণ কনফেকশনরী লিমিটেডের পণ্য ‘ট্রিট চকলেট’। বিশ্বের অন্যতম সেরা মার্কেটিং ওয়েবসাইট ‘সোশ্যাল বেকারস’র এক জরিপে এ তথ্য উঠে আসে।
সোশ্যাল বেকারস বিশ্বব্যাপী প্রায় দশ হাজারেরও বেশি ব্র্যান্ড নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি চলতি বছরের ২৭ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত একটি জরিপ পরিচালনা করে। জরিপের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তারা বেছে নেয় বিশ্বের বিভিন্ন দেশের ৪১৭৭টি কনফেকশনারি ব্র্যান্ড। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সফল এশিয়ার সেরা কনফেকশনারী ব্র্যান্ড হিসেবে উঠে আসে ট্রিট চকলেট-এর নাম।
‘ট্রিট চকলেট’র হেড অব মার্কেটিং সাখাওয়াত আহামেদ বলেন, “বর্তমান সময়ে মানুষ অনেক বেশি ভার্চুয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে অভ্যস্ত। আমরা ডিজিটাল কমিউনিকেশন টুলসগুলো ব্যবহার করে আমাদের কথাগুলো মানুষকে বলেছি। আর মানুষ তাতে সাড়া দিয়েছে। এজন্য ট্রিট চকলেটের পক্ষ থেকে সবাইকে অকৃত্রিম ভালোবাসা জানাই। এছাড়া এ উদ্যোগের জন্য সোশ্যাল বেকারসকে অসংখ্য ধন্যবাদ জানাই।”
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ