সামাজিক দায়বদ্ধতা থেকে ব্র্যাক ড্রাইভিং ঢাকা শহরে অবস্থানরতদের মাঝে কোভিট-১৯ প্রতিরোধের উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি প্রচারনা চালিয়ে আসছে। এ কার্যক্রমের অংশ হিসাবে মাইকিং, লিফলেট ও ষ্টিকার বিতরণ চলছে।
ঢাকায় অবস্থিত ব্র্যাক ড্রাইভিং স্কুলের তিনটি শাখার (আশকোনা, উত্তরা ও নিকেতন) ড্রাইভিং প্রশিক্ষণে ব্যবহৃত গাড়িগুলো চারটি রূটে ভাগ হয়ে প্রতিদিন ঢাকা শহরের ৫০ থেকে ৬০টি স্থানে এই সচেতনতা মূলক প্রচারণা চালাচ্ছে। প্রচারণায় বাসায় অবস্থান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সকলকে সচেতন করা হচ্ছে।
এপর্যন্ত ঢাকা শহরের ৬৫০টির অধিক এলাকায় ১২ হাজারের অধিক লিফলেট ও প্রায় ৪ হাজার ষ্টিকার বিতরণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই প্রচারণা চলছে।
প্রচারণায় ব্র্যাকের লিফলেটের পাশাপাশি কোভিট- ১৯ এর উপর গাওয়া জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দস বয়াতী ও মমতাজ এর গান প্রচার করার মাধ্যমে এলাকাবাসীদের সচেতন করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ