বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রকোপ অনেক আগেই শুরু হয়েছে। আমাদের দেশও সেখানে বাদ যায়নি। এই মহামারি রোধের লক্ষ্যে সরকার যখন সাধারণ ছুটি ঘোষণা দিয়ে সবাইকে ঘরে থাকার আহ্বান করেছেন সেখানে খেটে খাওয়া দিনমজুর ও নিম্নবিত্ত শ্রেণির মানুষেরা বিপদে পড়েছে। এ পরিস্থিতিতে তাদের সাহায্য করার জন্য অন্য সমাজ সেবা সংগঠনগুলোর মতো এগিয়ে এসেছে লাইফ এ্যান্ড লার্নিং – বাংলাদেশ।
ইতিমধ্যেই এই সংগঠনটি দুই দফায় মিরপুরের মানুষের কাছে সাহায্য পৌঁছে দিয়েছে। প্রথম পর্যায়ে, ২৫ মার্চে তারা সকলের সহায়তায় ২৭৩ জন সুবিধাবঞ্চিত ও দিনমজুরের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে।
দ্বিতীয় পর্যায়ে, ৩ এপ্রিল ২০২০ তারিখে ৪০১ জন পথ শিশু ও অসহায় মানুষের জন্য এক বেলার খাবার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে।
এ পর্যায়ে, ২৪ এপ্রিলে সংগঠনটি তৃতীয়বারের মতো মিরপুরের ১০০ নিম্ন মধ্যবিত্ত পরিবারকে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী দিয়েছে যা মিরপুর ২ ও তার আশেপাশের এলাকার পরিবারগুলোর কাছে পৌঁছে দেয়া হয়েছে। এছাড়াও সংগঠনটির ফেসবুক পেজে যোগাযোগ করছেন অনেক অসহায় নিম্ন মধ্যবিত্ত মানুষ যাদের তথ্য যাচাই করে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে সংগঠনটির তরুণ এই প্রতিষ্ঠাতা সভাপতি এফতে নাফিউল আলম (এ্যাপেক্স) এর সাথে কথা বলতে গেলে তিনি বলেন, “বেঁচে থাকার লড়াইটা এখন আর ব্যক্তিগত পর্যায়ে নেই, সর্বজনীন হয়েছে। আমাদের প্রত্যেকের উচিৎ তাদের নিজ নিজ এলাকা থেকে সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানো।“
তিনি আরও বলেন, “আমরা আশা করছি শুধু এই মহামারির সময়ে না, ছোট সংগঠন হলেও আমরা আমাদের সাধ্যমত ঠিক এই ভাবেই সব সময় মানুষের পাশে দাঁড়াতে চাই।“
বিডি প্রতিদিন/আরাফাত