ঘরে বসে বিনোদনের চাহিদা পূরণে দর্শকেরা এখন শুধু টেলিভিশনের উপরনির্ভর করেন না। নির্দিষ্ট সময়ে দেখার অসুবিধা, মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন আর সীমিত সংখ্যক সিনেমার বলয় থেকে বের হয়ে এখন তারা অনলাইনের নতুন নতুন মাধ্যমে খুঁজে নিচ্ছেন বিনোদনের খোরাক।
আর এরই প্রেক্ষিতে জনপ্রিয় হয়ে উঠেছে অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যা সময় ও স্থানের সীমারেখা অতিক্রম করে দর্শকের চাহিদা মেটাচ্ছে। স্মার্টফোন, মোবাইলঅ্যাপস এবং টিভি বা কম্পিউটারের স্ক্রিনে দেখা যায় এসব স্ট্রিমিং সাইট।
এসব সাইটে উপভোগ করা যায় সিনেমা, নাটক, টেলিছবি, লাইভটিভি, ওয়েব সিরিজ, খেলাসহ বিনোদনের সব কনটেন্ট। লকডাউনের এই সময়টিতে দর্শকরা এসব অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট থেকে দেখতে পারেন তাদের পছন্দের যে কোন সিনেমা বা বিনোদনমূলক যে কোনও কনটেন্ট।
বাংলাদেশে এমন সাইটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নেটফ্লিক্স, আমাজনপ্রাইম ভিডিও, আইফ্লিক্স, জি-ফাইভ, বায়োস্কোপ, বাংলাফ্লিক্স, হইচই ও বঙ্গ।
জনপ্রিয়তার ধারাবাহিকতায় প্রথাগত প্ল্যাটফর্মের বাইরে 'বিঞ্জ' নামে নতুনধারার আরো একটি অনলাইন ভিডিও স্ট্রিমিং সার্ভিস চালু হতে যাচ্ছে। মোবাইল অপারেটর রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান রেড ডট ডিজিটাল আনছে এই প্ল্যাটফর্মটি।
নতুন এই সেবাটির বিশেষত্ব হচ্ছে স্মার্টফোনে সরাসরি উপভোগের পাশাপাশি বিঞ্জ ডিভাইস দিয়ে আপনার সাধারণ টিভিটি (সিআরটি ছাড়া) পরিণত হবে স্মার্ট টিভিতে। সেবাটির আওতায়গ্রাহকরা উপভোগ করতে পারবেন ১শ’টির বেশি লাইভ এইচডি টিভি চ্যানেল, বিঞ্জ এক্সক্লুসিভ অরিজিনালস, ওয়েব সিরিজ, সর্বশেষ ওয়েবফিল্মসহ আরো অনেক কিছু।
মোবাইল ও টিভি উভয় মাধ্যমে প্ল্যাটফর্মটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এতে একদিকে যেমন দর্শকরা পাবেন শিহাব শাহীনের মতোপ রিচালকের বিঞ্জ অরিজিনালস; অন্যদিকে উপভোগ করতে পারেন তৌকির আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, তাসনুভা তিশা, মৌটুসি বিশ্বাস, দিলারাজামানের মতো শিল্পীদের অভিনয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ