প্রাণঘাতী মহামারি করোনায় চার মাস ২২ দিন বন্ধ থাকার পর ফের মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১৬ আগস্ট থেকে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
সোমবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মালয়েশিয়ায় ১৬ আগস্ট থেকে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুযায়ী যাত্রীদের ভ্রমণ করতে হবে।
ইউএস-বাংলা ছাড়াও মালয়েশিয়া রুটে বাংলাদেশের আরও দুইটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩১ আগস্ট পর্যন্ত দুবাই, আবুধাবি, লন্ডন রুট বাদে সব ফ্লাইট বাতিল করেছে। আরেক বিমান সংস্থা রিজেন্ট সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে।
বিডি-প্রতিদিন/শফিক