রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

ভারতে কারাভোগের পর তিন কিশোরকে হস্তান্তর

ভারতে ৩ বছর কারাভোগের পর তিন বাংলাদেশি কিশোরকে গতকাল ফেরত দিয়েছে বিএসএফ। সকাল ১০টায় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়। তারা হলো- সোহেল রানা (১২), বিপ্লব মণ্ডল (১৬) ও নুর ইসলাম (১৪)। চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার আবদুল আওয়াল ৩ কিশোরকে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় আদালত তাদের প্রত্যেককে তিন বছর করে কারাদণ্ড দেয়।

সর্বশেষ খবর