বরিশালে সাত কোটি টাকার টেন্ডার ভাগাভাগি নিয়ে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন তিনজন। অন্যদিকে লক্ষ্মীপুরের রায়পুরে এলজিইডির দুই কোটি ১৫ লাখ টাকার টেন্ডার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় যুবলীগ নেতা-কর্মীরা এ ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
বরিশাল : জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রায় সাত কোটি টাকার টেন্ডার ভাগাভাগি নিয়ে যুব ও ছাত্রলীগ নেতা-কর্মীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের জুবায়ের ও মুন্না এবং যুবলীগের সিজান আহত হয়েছেন। নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় গতকাল শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আবুল বাশারের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। হামলায় আহতরা এমপি শওকত হোসেন হিরণের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। জানা যায়, বরিশাল ও ঝালকাঠিতে বিদ্যালয় ভবন নির্মাণের জন্য গত ১১ ডিসেম্বর ছয় কোটি ৭১ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। এর বিপরীতে সোমবার দরপত্র জমা দেওয়ার শেষ দিনে ১০৬টি দরপত্র জমা পড়ে। ১১ গ্রুপের এই কাজগুলো 'গুছ' করে ছাত্রলীগ ও যুবলীগের পৃথক তিনটি গ্রুপ। এরমধ্যে বিএম কলেজ ছাত্রলীগের যুগ্ম- আহ্বায়ক মঈন তুষার ৭ গ্রুপের দরপত্র পে-অর্ডারসহ জমা দেন। অন্যদিকে যুবলীগ নেতা সোয়েব আহম্মেদ সিজান ৮টি গ্রুপের বিপরীতে দরপত্র জমা দিলেও পে-অর্ডার জমা দেন চারটির। নিয়ম ভেঙে গতকাল বাকি চারটি কাজের পে-অর্ডার জমা দিতে সিজান নির্বাহী প্রকৌশলীর বাসভবনে গেলে মঈন তুষার, ফয়সাল আহমেদ মুন্নাসহ ৭-৮ জন বাধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। নির্বাহী প্রকৌশলী আবুল বাশার জানান, তার বাসার বাইরে মারামারি হয়েছে। তবে কে বা কারা কি কারণে মারামারি করেছে তার জানা নেই। কোতোয়ালি থানার ওসি জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। লক্ষ্মীপুর : রায়পুরে গতকাল এলজিইডির দুই কোটি ১৫ লাখ টাকার টেন্ডার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল ও যুগ্ম আহ্বায়ক আরিফের নেতৃত্বে ১৫/২০ জন এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রায়পুর উপজেলা ও পৌর যুবলীগের কমিটি বাতিল ও তিন নেতাকে দল থেকে বহিস্কার করেছে জেলা যুবলীগ। রায়পুর সংশ্লিষ্ট ঠিকাদারররা জানান, পিডিপি-৩ প্রকল্পে দুটি প্যাকেজে ২ কোটি ১৫ লাখ টাকার দরপত্র আহবান ন করে এলজিইডি। এ কাজের নিয়ন্ত্রণ করতে না পেরে উপজেলা অফিস থেকে রাসেল ও আরিফের নেতৃত্বে ১৫-২০ জন টেন্ডারবাক্স ভাঙচুর করে শিডিউল ছিনিয়ে নেয়।
শিরোনাম
- 'ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার'
- হেলিকপ্টার-ড্রোন-মারণাস্ত্র দিয়ে আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করার নির্দেশ ছিল হাসিনার
- চার দশকের বিদ্রোহের অবসান, নিজেদের বিলুপ্ত ঘোষণা করল কুর্দিরা
- এআই থেকে মুক্তি পেতে চান ব্রিটিশ তারকারা
- ঠাকুরগাঁওয়ে প্রি-পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ
- গরমে লাউয়ের রস খাওয়ার যত উপকার
- কাশ্মীর এখন কেমন আছে?
- পিলখানা বিদ্রোহ : আরও ৪০ জওয়ান পেলেন জামিন
- ‘সূর্য উঠলে দেখতে পাবেন’, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি
- লাভের আশায় দিনাজপুরের বাজারে অপরিপক্ব লিচু
- আজ আলোচনায় বসছে ভারত-পাকিস্তান
- নেতাকর্মীদের ধৈর্যের আহ্বান জামায়াত আমিরের
- ফেনীতে বিজিবির কড়া নজরদারি, টহল জোরদার
- যুদ্ধবিরতির পর কাশ্মীরে ‘নিরব ও সংঘর্ষমুক্ত রাত’ : ভারতীয় সেনাবাহিনী
- হোয়াটসঅ্যাপে এবার চ্যাট হবে আরও সুরক্ষিত
- স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা : প্রধান উপদেষ্টা
- গরমে ত্বকের যত্নে ঘরোয়া টোটকা
- ঘুষ, দুর্নীতি ও অনিয়ম : ৯০৯ ইমেইলে অভিযোগ-পরামর্শ পেলেন উপদেষ্টা আসিফ
- সহজ কৌশলে দীর্ঘক্ষণ থাকবে ফোনের চার্জ
- করলার তেতো ভাব কমানোর কৌশল
বরিশালে টেন্ডার ভাগাভাগি নিয়ে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ
লক্ষ্মীপুরে শিডিউল ছিনতাই
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর