উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী নিধারন নির্বাচনে হেরে যাওয়ায় দল থেকে পদত্যাগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম শওকত হোসেন।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি গণমাধ্যমে বিবৃতি দিয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে সাংগঠনিক ব্যর্থতার দায় স্বীকার বলে এসএম শওকত হোসেন বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে গৃহীত গোপন ভোটে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু তৃণমূল কাউন্সিলরদের ভোটে প্রার্থী মনোনয়ন পেয়েছেন। যা আমার ব্যর্থতার পরিচয় বহন করে। তাই ব্যক্তিগত ব্যর্থতা স্বীকার করে বিদায় নিচ্ছি।
এর আগে শনিবার সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত যাচাইয়ে গোপন ব্যালটে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। ওই ভোটে ৪১৬ জনের মধ্যে ৩৭৫ জন তৃণমূল কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু ১৭৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান এসএম শওকত হোসেন পান ১৪০ ভোট। এছাড়া অপর প্রার্থী প্রভাষক এম সুশান্ত ৪৫ ভোট ও কামাল হোসেন শূন্য ভোট পান।
তৃণমূল নেতা-কর্মীদের সমর্থন অনুযায়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুকে সদর উপজেলা নির্বাচনে চেয়ানম্যান পদে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষণা করার কয়েক ঘণ্টার পরই পদত্যাগের ঘোষণা দেন এসএম শওকত হোসেন।