বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত সেলিমের মৃত্যু

কালিয়াকৈরে কারখানার পুরনো মালামালের ব্যবসার দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত সেলিম তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার রাত ৯টার দিকে মারা যান। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় উওেজনা দেখা দেয়।

মৌচাক এলাকার আলতাফ খলিফার ছেলে সেলিম তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। সোমবার বিকালে নিটল মোটর কোম্পানির নিলয় মোটর কারখানার পুরনো মালামালের ব্যবসা দখল করতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় সেলিম কারখানার সামনে দাঁড়িয়ে দেখছিল। এ সময় সেলিমের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। ফলে তিনি গুরুতর আহত হন। সংষর্ষে ছাত্রলীগের উভয় গ্রুপের ১০ জন আহত হন। আহতদের মধ্যে সেলিমকে উওরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সোমবার রাতে জুয়েল মাহমুদ বাদী হয়ে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ সহ ৪০ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। এদিকে গ্রেপ্তারকৃত মাসুদ রানা এরশাদ ও তার সহযোগী সাত্তারকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতরে মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর