টাঙ্গাইলের দেলদুয়ারে চুরির অভিযোগে ফুলে বেগম (৩৫) নামে এক মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে গ্রাম্য মাতব্বরদের সহযোগিরা।
আজ বিকেলে উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার নাটিয়াপাড়া গ্রামের হোসেন খলিফার ছেলে হযরত আলীর ২ লক্ষ ৫০ হাজার টাকা বাড়ি থেকে চুরি হয়। এ ঘটনায় একই গ্রামের মৃত হানিফের ছেলে লাল মিয়া ও মেয়ে ফুলে বেগমকে সন্দেহ হয়। পরবর্তীতে আজ দুপুরে গ্রাম্য মাতব্বরা তাদের আটক করে। পরে তারা ঘটনা থানা পুলিশকে না জানিয়ে গ্রামের মাতব্বর মালেক, বাছের খলিফা, হাকিম ও আব্দুর রহমানসহ কয়েকজন যুবক লাল মিয়া ও ফুলে বেগমকে বেঁধে লাঠি দিয়ে মধ্যযুগীয় কায়দায় এলোপাথারি পিটাতে থাকে। এতে ঘটনাস্থলেই ফুলে বেগম মারা যায়। অবস্থা বেগতিক দেখে মাতব্বররা লাল মিয়াকে ছেড়ে দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
	এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হবে।
	 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        