গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুরে এক স্কুলছাত্রকে অপহরণের পর ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। অপহৃত হাসিবুল হাসান হৃদয় (১২) ইন্দ বপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। অপহৃতের বাবা মজনু মিয়া জানান, শনিবার বিকালে হাসিবুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ওই দিন গভীর রাতে অপরিচিত নম্বর থেকে ফোন করে তাকে জীবিত পেতে ১৫ লাখ টাকা দাবি করা হয়। এরপর ওই নম্বরটি বন্ধ।
নওগাঁয় অপহৃত উদ্ধারের নামে প্রতারণা : নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে নিখোঁজ যুবক নূর ইসলামকে উদ্ধার নিয়ে চলছে প্রতারণা। প্রতারক চক্র নূরকে জীবিত ফিরিয়ে দেওয়ার কথা বলে গতকাল স্বজনদের কাছে বিকাশে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নূর ইসলাম উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। গত শনিবার ভোরে ভারত সীমান্তে গরু আনতে গিয়ে নিখোঁজ হন তিনি। ১৪ বিজিবির কমান্ডিং অফিসার সাঈফ জানান, কিছুদিন ধরে সীমান্তে একাধিক চক্র এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু তাদের চিহ্নিত করা যাচ্ছে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
কসবায় প্রবাসীকে অপহরণের চেষ্টা : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কসবায় ডিবি পুলিশের পরিচয়ে প্রবাসী রমজান মিয়াকে অপহরণের চেষ্টাকালে পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। রবিবার সন্ধ্যায় উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলো- ফারুক, শিহাব, জুয়েল, সজীব ও রাকিব।
চাঁদপুরে ছয় দিন পর ছাত্র উদ্ধার : চাঁদপুর প্রতিনিধি জানান, কচুয়া থেকে অপহৃত স্কুলছাত্র রাজিবকে ছয় দিন পর গতকাল গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। তারা হলো, আইয়ুব আলী, হেদায়েত উল্লাহ ও সুমন।
শিরোনাম
- মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে ১০টি পরিকল্পিত অপপ্রচার ও তথ্যভিত্তিক বাস্তবতা
- ‘যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না ইরান, যে কোনো অভিযানের জন্য প্রস্তুত’
- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ
- দেশের প্রেক্ষাগৃহে আসছে নেপালি সিনেমা ‘মিসিং’
- ২৭ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড উইন্ডিজের
- ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী
- মুসলিম যুবকদের প্রতি প্রোগ্রামিং ও এআই শেখার আহ্বান
- ওড়িশায় যৌন হয়রানির বিচার না পেয়ে গায়ে আগুন দেয়া সেই ছাত্রী মারা গেছে
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৫ জুলাই)
- ট্রাস্টের আড়ালে কর ফাঁকির প্রবণতা
- হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ১৮৩ ভিআইপি
- অর্থনীতি গতিশীল রাখতে নির্বাচন জরুরি
- ঐকতানে অনৈক্য : সেনাপ্রধানের বার্তা ভুলে গেছেন রাজনীতিকরা
- বাংলাদেশকে ছোট ভাই না, সমান মনে করতে হবে
- সেই সতর্কবার্তা এখন গুরুত্ব পাচ্ছে, রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি চরমে
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
শ্রীপুরে স্কুলছাত্র অপহরণ ১৫ লাখ টাকা পণ দাবি
শ্রীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর