দল সমর্থিত সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোয়া ৯টার দিকে এই বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থী নিয়েও আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এবাদুর রহমান চৌধুরী, গোলাম এরশাদ, গিয়াস উদ্দীন আহমেদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার শাহজাহান ওমর প্রমুখ। বৈঠকে আসন্ন সুপ্রিমকোর্ট বার কাউন্সিলের নির্বাচনে দলীয় প্যানেল নির্ধারণে সিনিয়র আইনজীবীদের মতামত নেন খালেদা জিয়া।
তওবা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য-রিজভী : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তওবা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য। নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার কৃতিত্ব প্রধানমন্ত্রীরই রয়েছে। জনগণ নয়, একটি দেশের সমর্থনে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান।’ শনিবার রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে খালেদা জিয়াকে মানুষের কাছে নাকে খত দিয়ে তওবা করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বক্তব্যের প্রতিক্রিয়া ও উপজেলা নির্বাচনের নানা বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রিজভী আহমেদ দাবি করেন, প্রধানমন্ত্রীর মুখ দিয়ে প্রতিদিন কুৎসা ও কদর্য কথা বের হচ্ছে।
তিনি কোথা থেকে এসব শিখেছেন, আমরা জানি না।
ছয় বছর তিনি দেশের বাইরে ছিলেন। সেখানে কোনো স্কুলে হয়তো তিনি এসব শিখে থাকতে পারেন। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন রিজভী। অঘোষিত কারফিউ দিয়ে সরকার দেশ চালাচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ভোটারশূন্য নির্বাচনের তথাকথিত বিজয়ের গর্বে হিতাহিত জ্ঞান হারিয়ে সরকার উš§াদ হয়ে পড়েছে। আর যাতে ক্ষমতা হারাতে না হয় সেই আতঙ্কে এখন তারা ‘কম্পোজিট সন্ত্রাসের’ পরিকাঠামো নির্মাণ করছে।
শিরোনাম
- সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- অস্ট্রেলীয় সাংবাদিকের যে প্রশ্নে চটে গেলেন ট্রাম্প (ভিডিও)
- ফেনীতে ডিপ্লোমা প্রকৌশলীদের এক ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ
- কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা
- শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের
- দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে: দুদু
- জবি উপাচার্যসহ পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের
- সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ তিনজন গ্রেফতার
- ফেনীতে যুবককে পিটিয়ে হত্যার শাস্তির দাবিতে বিক্ষোভ
- বিশ্ব র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য শাবিপ্রবির চার পদক্ষেপ
- যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল মিললো মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ
- ঝিনাইদহে মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২
- জুলাই সনদ বাস্তবায়নে ২১ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন
- শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
- দোহায় হামলা চালানোয় নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি কাতারের
- ভাগ্নের বিরুদ্ধে মামাকে পিটিয়ে-কুপিয়ে হত্যার অভিযোগ
- চাকসু নির্বাচন: ছাত্রদলের আবেদনে মনোনয়নের সময় একদিন বাড়াল কমিশন
- ইউক্রেনে প্রথমবারের মতো অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প
- নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার
- দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ও সড়ক অবরোধ
আইনজীবীদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর