দল সমর্থিত সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোয়া ৯টার দিকে এই বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থী নিয়েও আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এবাদুর রহমান চৌধুরী, গোলাম এরশাদ, গিয়াস উদ্দীন আহমেদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার শাহজাহান ওমর প্রমুখ। বৈঠকে আসন্ন সুপ্রিমকোর্ট বার কাউন্সিলের নির্বাচনে দলীয় প্যানেল নির্ধারণে সিনিয়র আইনজীবীদের মতামত নেন খালেদা জিয়া।
তওবা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য-রিজভী : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তওবা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য। নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার কৃতিত্ব প্রধানমন্ত্রীরই রয়েছে। জনগণ নয়, একটি দেশের সমর্থনে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান।’ শনিবার রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে খালেদা জিয়াকে মানুষের কাছে নাকে খত দিয়ে তওবা করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বক্তব্যের প্রতিক্রিয়া ও উপজেলা নির্বাচনের নানা বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রিজভী আহমেদ দাবি করেন, প্রধানমন্ত্রীর মুখ দিয়ে প্রতিদিন কুৎসা ও কদর্য কথা বের হচ্ছে।
তিনি কোথা থেকে এসব শিখেছেন, আমরা জানি না।
ছয় বছর তিনি দেশের বাইরে ছিলেন। সেখানে কোনো স্কুলে হয়তো তিনি এসব শিখে থাকতে পারেন। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন রিজভী। অঘোষিত কারফিউ দিয়ে সরকার দেশ চালাচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ভোটারশূন্য নির্বাচনের তথাকথিত বিজয়ের গর্বে হিতাহিত জ্ঞান হারিয়ে সরকার উš§াদ হয়ে পড়েছে। আর যাতে ক্ষমতা হারাতে না হয় সেই আতঙ্কে এখন তারা ‘কম্পোজিট সন্ত্রাসের’ পরিকাঠামো নির্মাণ করছে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
আইনজীবীদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর