সোমবার, ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

আদমজী ইপিজেডে ১৫০ শ্রমিক অসুস্থ

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে বিদেশি মালিকানাধীন রপ্তানিমুখী ইপিক গার্মেন্টে গতকাল আরও ৪১ শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ঢাকার মহাখালীর আইসিডিডিআরবিতে ভর্তি করা হয়। এ নিয়ে গত চার দিনে ওই গার্মেন্টটির প্রায় ১৫০ শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হলেন।
জানা     গেছে, আদমজী ইপিজেডে হংকং ও চীনের যৌথ মালিকানাধীন ইপিক-১ গার্মেন্টে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে কারখানায় খাবার খাওয়ার পর মাথাব্যথা ও বমির সঙ্গে পাতলা পায়খানা শুরু হয়। এভাবে একসঙ্গে ২৪ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। প্রথমে কারখানার নিজস্ব ডাক্তাররা বিষয়টি তদারকি করলেও অবস্থার অবনতি ঘটলে তাদের শহরের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে জেসমিন, আকলিমা ও নূরজাহানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার আরও চারজনকে শহরের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার ৬৯ শ্রমিক ১০০ শয্যার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাদের সবাইকে ঢাকার আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক নাসির জানান, গতকাল আরও ৪১ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের সরাসরি ঢাকার আইসিডিডিআরবিতে পাঠানো হয়। আদমজী ইপিজেড মহাব্যবস্থাপক শাহ আলম ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনাটি স্বীকার করে জানান, কীভাবে ডায়রিয়ায় আক্রান্ত হলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর