৫ জানুয়ারি ফ্যাসিবাদের কালো দিবস শিরোনামে নিষিদ্ধ পূর্ব বাংলার সর্বহারা পার্টির নামে পোস্টার লাগানো হয়েছে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর বাজারে। মার্কসবাদ-লেলিনবাদ-মাওবাদ জিন্দাবাদসহ বিভিন্ন দাবি-দাওয়া লেখা পোস্টারটি দেখার পর স্থানীয় জনগণ আতঙ্কে রয়েছে। বিকালের পর এলাকা প্রায় জনশূন্য হয়ে পড়ছে। সন্ধ্যার পর একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হন না। না জানি কখন চরমপন্থি দলটির সশস্ত্র সদস্যরা এসে যায়— এমন শঙ্কার মধ্যেই ভবানীপুর বাজার ও পাশের রানীরহাটসহ এলাকার অন্তত অর্ধশতাধিক গ্রামবাসী দিন কাটাচ্ছেন। এলাকাবাসীসূত্রে জানা যায়, ৮ জানুয়ারি রাত ১১টায় মুখোশধারী ৪০-৫০ জন অস্ত্রসহ ভবানীপুর বাজারে আসে। এরপর তারা কয়েকটি দলে ভাগ হয়ে বাজার এলাকায় পূর্ব বাংলার সর্বহারা পার্টির পোস্টার লাগায়, আরেক দল পার্টির গণ-রাজনৈতিক প্রচারপত্র (লিফলেট) দরজা ও শাটারের নিচ দিয়ে বাজারের প্রতিটি ঘরে ঢুকিয়ে দেয়। অন্য একটি দল বাজারের লোকজনের ওপর সতর্ক প্রহরা দেয়। পরে পোস্টার লাগানো শেষ হলে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বাজার থেকে পশ্চিম দিকে রানীরহাট সড়ক হয়ে তারা চলে যায়। বগুড়ার শেরপুর, সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ এবং নাটোরের সিংড়া উপজেলার সীমান্তবর্তী মিলনস্থল ভবানীপুর ও রানীরহাট বাজার ঘিরে কয়েক সপ্তাহ ধরে চরমপন্থিদের আনাগোনা শুরু হয়েছে। বিশেষ করে শেরপুর উপজেলার দক্ষিণ-পশ্চিমের গ্রামগুলোতে চরমপন্থিদের আনাগোনা ক্রমেই বাড়ছে। কোথাও কোথাও তাদের পদচারণ চলছে গভীর রাত পর্যন্ত। তাদের আনাগোনায় প্রত্যন্ত গ্রামের লোকজন অনেকটাই শঙ্কিত। ২০০৫ সালের আগস্টের শেষ দিকে সন্ধ্যায় ভবানীপুর বাজার ঘেরাও করে পূর্ব বাংলার সর্বহারা পার্টির সশস্ত্র সদস্যরা এক সমাবেশ করে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতকে নির্মূলের ঘোষণা দিয়েছিল। সে সময় তাদের কাজে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে নির্দেশও দেওয়া হয়েছিল। বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান জানান, চরমপন্থিদের উপস্থিতির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, সর্বহারা পার্টির কিছু পোস্টার উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ভবানীপুর ও রানীরহাট বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শিরোনাম
- উদ্বেগ-উৎকণ্ঠা থেকে বাঁচার আমল
- ৬ লাখ কোটিতে ঠেকতে পারে খেলাপি ঋণ
- স্নাতক ডিগ্রিধারী ২৯% তরুণ বেকার, বেশি ঢাকা বিভাগে
- শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব : জাকসু নির্বাচন কমিশন
- বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- একটি ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকায়
- স্ন্যাপচ্যাটে শিশু-কিশোরদের সামনে মাদক কারবার: গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
- ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক কেন খুন হলেন, কী ঘটেছিল, কে ছিলেন তিনি?
- জবি ক্যাম্পাস সংলগ্ন অবৈধ দোকানপাট ও বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে সমাবেশ
- পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত
- বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
- নজরুলের স্মরণে নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার
- স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বনজ সম্পদের চাপ কমানো সম্ভব: পরিবেশ উপদেষ্টা
- জাফলংয়ে নিখোঁজ পর্যটকের সন্ধান এখনো মেলেনি
- ৪৮তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ
- সন্ধান মিলছে না নিখোঁজ ব্যাংকারের
- কেএমপির আট থানার ওসি বদল
- দিনাজপুরে মাঠেই কৃষকের পাঠশালা, আধুনিক কৃষিতে বাড়ছে দক্ষতা
- খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু
- প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট ঘনিভূত করা হচ্ছে : প্রিন্স
বগুড়ায় নিষিদ্ধ চরমপন্থিদের পোস্টার, আতঙ্কে গ্রামবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর