বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

বিবস্ত্র করে চার নারীকে পিটুনি

বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলের মাধবপুর বাজারে হত্যা মামলার এক আসামির নেতৃত্বে প্রকাশ্যে চার নারীকে বিবস্ত্র করে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওইসব পরিবারে ছয়টি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে আহত হয়েছেন আরও সাতজন। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেলে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যার দিকের এ ঘটনায় জড়িত অভিযোগে আল আমিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বাউফল থানায় মামলা হয়েছে। জানা যায়, মাধবপুর বাজার এলাকায় সঞ্জীব চন্দ্র ওঝা গংদের সঙ্গে প্রতিবেশী ছালাম হাওলাদার গংদের জমি নিয়ে বিরোধ চলছে। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন। বাজারের প্রধান সড়কের পাশে সঞ্জীব ও তার ভাই শংকর, বঙ্কিমের ছয়টি দোকানঘর রয়েছে। যা ভাড়া দেওয়া। ঘটনার দিন সন্ধ্যায় ছালাম তার ভাই কালাম ও আলমগীরের নেতৃত্বে ২০-২৫ সন্ত্রাসী ওইসব দোকান দখল করতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। বাধা দেওয়ায় সুখ রঞ্জন, ফারুক মোল্লা, শংকর, বঙ্কিম, সঞ্জীব, শংকর ও পবিত্র চন্দ্রকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে ওই চার নারী ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা তাদের প্রকাশ্যে বিবস্ত্র করে পেটায়। স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। উল্লেখ্য, হামলার নেতৃত্বে থাকা ছালাম হাওলাদার আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশ্রাব ফকির হত্যা মামলার ৩৯ নম্বর আসামি।

সর্বশেষ খবর