সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিভিন্ন স্থানে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ

প্রতিদিন ডেস্ক

ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় এতিম, দুস্থ ও দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর—

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ২০ জন বীরাঙ্গনার মাঝে জেলা প্রেসক্লাব ঈদসামগ্রী বিতরণ করেছে। শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মাতাদের হাতে সামগ্রীগুলো তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক মাসুদ পারভেজ। কুমিল্লা : নগরীর রাণী কুঠিরে পথশিশুদের মাঝে ‘সেইভ দ্য ফিউচার’ নামে একটি সংগঠন ঈদ পোশাক বিতরণ করে। উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মজিবুর রহমান, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসউদ, রেজাউল করিম রাসেল প্রমুখ।  ঝিনাইদহ : সদর উপজেলার কালীচরনপুর ইউনিয়নের মান্দারবাড়িয়া ও বয়ড়াতলা গ্রামের দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে দেশ চেতনা নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। স্থানীয় কৃষি লাইব্রেরি প্রাঙ্গণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশেদুল হক, একেএম ফজলুল হক প্রমুখ। মেহেরপুর :  গাংনীতে খাদিজা-আশরাফ ফাউন্ডেশন দুই হাজার ৫০০ দুস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে। শাহানা ইসলাম শান্তনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। পঞ্চগড় : তেঁতুলিয়ায় পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদবস্ত্র দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ। এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল। সভাপতিত্ব করেন কাজী আনিছুর রহমান। টাঙ্গাইল : টাঙ্গাইলে পথশিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ করেছে ‘প্রিয় টাঙ্গাইল জেলা গ্রুপ’। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব হোসেন। সভাপতিত্ব করেন কাজী আউলাদুজ্জামান আদর। বরগুনা : পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের খারুননেছা এতিমখানা শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। এতিমখান প্রাঙ্গণে আবদুল মান্নানের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল হালিম, ডা. রফিকুল ইসলাম প্রমুখ। ফরিদপুর : পদ্মা নদী ভাঙনকবলিত এক হাজার অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছে ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন, আজহারুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ। বদরগঞ্জ (রংপুর) : বদরগঞ্জে পৌর শহরের ফেচকিপাড়ায় আনন্দ স্কুল শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, ইউএনও কাজী আবেদা গুলশান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ।

সর্বশেষ খবর